Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে মানতে হবে যে ১৯ নির্দেশনা

সারাবাংলা ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৬

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। আর শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হলে কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে, সে বিষয়ে ১৯ দফা নির্দেশনাও জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বিজ্ঞাপন

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিনই মাউশির ওয়েবসাইটে এই ১৯ দফা নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে। এই নির্দেশনা আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে যথাযথভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন- ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা: শিক্ষামন্ত্রী

মাউশি বলছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করতে সংশোধিত ‘গাইডলাইন’ দেওয়া হলো। বর্তমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই গাইডলাইনের নির্দেশনা ছাড়াও ১৯ দফা নির্দেশনা অনুসরণ করতে হবে।

যা আছে ১৯ দফা নির্দেশনায়

১) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে কোডিড-১৯ সম্পর্কিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয়গুলো ব্যানার বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে;

২) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা মাপতে হবে ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করতে হবে;

৩) শিক্ষার্থীদের ভিড় এড়াতে প্রতিষ্ঠানের সবগুলো প্রবেশমুখ ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একটিমাত্র প্রবেশমুখ থাকলে একাধিক প্রবেশমুখ তৈরির ব্যবস্থা করার চেষ্টা করতে হবে;

৪) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করতে হবে;

বিজ্ঞাপন

৫) শিক্ষার্থীরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে, সে বিষয়ে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিং দেওয়ার ব্যবস্থা প্রথম দিনেই করতে হবে। এ বিষয়ে মাউশির তৈরি করা ভিডিওগুলো দেখানোর ব্যবস্থা করতে হবে;

৬) প্রতিষ্ঠানের একটি রুমকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন রুম হিসেবে প্রস্তুত রাখতে হবে;

৭) প্রতিষ্ঠানের সব রুম, বারান্দা, সিঁড়ি, ছাদ ও আঙিনা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে;

৮) প্রতিষ্ঠানের সব ওয়াশরুম নিয়মিত ও সঠিকভাবে পরিষ্কার রাখতে হবে এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে;

৯) শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী ও অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের ব্যবস্থা করতে হবে;

আরও পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠান খুললে কী করণীয়— জানাতে ৪ প্রামাণ্যচিত্র মাউশির

১০) প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সঠিকভাবে মাস্ক (সম্ভব হলে কাপড়ের মাস্ক) পরছে— এ বিষয়টি নিশ্চিত করতে হবে;

১১) শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার এমন ব্যবস্থা রাখতে হবে যেন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে পারে;

১২) শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে দুই শিক্ষার্থীর মধ্যে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে;

১৩) শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, ড্রেন ও বাগান যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেটি তা নিশ্চিত করতে হবে;

১৪) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরূপণ করতে হবে;

১৫) প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে;

১৬) স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে;

১৭) প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করতে হবে;

১৮) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত মেরামত, বৈদ্যুতিক মেরামত ও পানি সংযোগের মেরামত শেষ করে রাখতে হবে; এবং

১৯) প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সঙ্গে সভা করে এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে, রোববার বিকেল ৩টা থেকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ব্রিফিংয়ে বলেন, ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পঞ্চম ও দশম শ্রেণির পাঠদান প্রতিদিন হবে। বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে সপ্তাহে এক বা দুই দিন। আর শিক্ষাপ্রতিষ্ঠানে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সবাইকে।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আরও বলেন, স্কুল-কলেজ খুললে সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্কুল শুরুর আগে অ্যাসেম্বলি বা সমাবেশ হবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের তাপমাত্রা প্রতিদিন পরিমাপ করতে হবে এবং তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ আছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যদের কীভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বা অন্য কী করতে হবে— এ বিষয়গুলো নিয়ে এরই মধ্যে চারটি পৃথক পৃথক প্রামাণ্যচিত্র তৈরি করেছে মাউশি। সেগুলো মাউশির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ‘আমার ঘরে আমার স্কুল’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান  খোলার সংশোধিত গাইডলাইনটি দেখুন এখানে—

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ মাউশি শিক্ষাপ্রতিষ্ঠান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর