বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৭
ঢাকা: বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি যেসব এলাকায় আমন চাষের ক্ষতি হয়েছে সেখানে ট্রান্সপ্ল্যাট আমন চাষের জন্য বলা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদ বৈঠকে যুক্ত হন।
সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যেসব এলাকায় পানি বৃদ্ধি হওয়ার আশংকা রয়েছে সেসব স্থানে ত্রাণসামগ্রী প্রস্তুত রাখার জন্য। এছাড়া স্কুল কলেজগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে। পাশাপাশি বন্যায় কৃষির (আমন) ক্ষতি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন প্রধান মন্ত্রী।’
এসময় কৃষিমন্ত্রী বৈঠকে জানান, ৬০ লাখ একর জমিতে আমন চাষ করার কথা ছিল, সেখানে ৫৭ লাখ একর জমি চাষ হয়েছে। ফলে অসুবিধা নেই।
সচিব জানিয়েছেন, কোনো এলকায় আমন চাষের অসুবিধা হলে সেখানে ট্রান্সপ্ল্যাট আমন রোপণ করার জন্য বলা হয়েছ।
সারাবাংলা/এএইচএইচ/এমও