Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর আচারওয়ালা ঘাট এলাকায় ছুরিকাঘাতে সানোয়ার হোসেন (১৮) নামে এক যুবক খুন হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

সানোয়ার হোসেন কামরাঙ্গীরচর বড়গ্রাম মধ্য ইসলাম নগর এলাকার মো. ওমর চানের ছেলে। পরিবারের সঙ্গে এলাকার জাবেদের বাড়িতে ভাড়া থাকতো সে। বাবার সঙ্গে মিটফোর্ড এলাকাতে মাস্ক বিক্রি করতো সানোয়ার।

নিহতের বাবা ওমর চান জানান, সানোয়ার রাত পৌনে আটটার দিকে বাসা থেকে বের হয় এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে কাপড়ে বানানো মাস্ক সংগ্রহ করতে যায়। এর ১৫ মিনিট পর সানোয়ারের ফোন থেকে একজন আমাকে কল দিয়ে জানায়, তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে ছেলের লাশ দেখতে পান।

বিজ্ঞাপন

নিহত সানোয়ারের বন্ধু রাহাত ও হৃদয় জানায়, তারা কয়েক বন্ধু মিলে আচারওয়ালা ঘাট মধ্য মমিনবাগের মসজিদ গলির মধ্যে আড্ডা দিচ্ছিল। ওই সময় গলিতে বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর পাশের একটি গলিতে চিৎকার শুনতে পায় তারা। তখন তারা দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে সানোয়ারকে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তাদের দাবি, ইন্টার্নেট সার্ভিসের দোকানের কর্মচারী নুরা (১৭) নামে এক কিশোর তাকে ছুরিকাঘাত করেছে। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কামরাঙ্গীর চর যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর