Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেদের মধ্যে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করল কোস্ট গার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৬

ঢাকা: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা জেলার মেঘনা ও তেতুলিয়া নদী সংলগ্ন প্রত্যন্ত এলাকার জেলেদের মধ্যে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করেছে কোস্ট গার্ড। এসব উপকরণের মধ্যে ছিল লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট ও রেইনকোট।

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুঃস্থদের মধ্যে নিয়মিত সাহায্য-সহযোগিতা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারিসহ সব দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ ও পুনর্বাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

জীবন রক্ষাকারী এসব উপকরণ বিতরণের অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর

কোস্ট গার্ড

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর