Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ২০:০৮

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন মহিপুরে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় ট্রলারগুলোর মালিক বা কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

মলবার (১০ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে খাপড়াভাঙ্গা নদী থেকে বৈধ কাগজপত্র ও লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ট্রলিং বোট এফ বি বিসমিল্লাহ, এফ বি ফেরদৌস এবং এফ বি সাইমকে জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

অবৈধ ট্রলিং বোট কোস্ট গার্ড পটুয়াখালী বোট জব্দ