Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সক্ষমতার চেয়ে নিবন্ধন বেশি হওয়ায় এসএমএস পেতে সমস্যা হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে অনলাইনে নিবন্ধন করতে হয় সুরক্ষা প্লাটফর্মে। সক্ষমতার চেয়ে ভ্যাকসিন গ্রহণের জন্য বেশি নিবন্ধন হওয়ার এসএমএস পেতে সমস্যা হচ্ছে। যেসব ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে ধারণক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হয়েছে সেসব স্থানে মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাজমুল বলেন, ‘দেশে ভ্যাকসিনের জন্য নিবন্ধনের সংখ্যা চার কোটি ছুঁই ছুঁই। এ পর্যন্ত দেশে প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজ সমাপ্ত করেছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।’

তিনি বলেন, ‘যেসব কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন করা হয়েছে। যার কারণে মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি এ বিষয়টি সমাধান করতে। কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে একদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন দেওয়া যায়। আর তার চেয়ে বেশি ভ্যাকসিন দিতে গেলে হয়ত আমাদের অনেক কিছু আপস করতে হবে। সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও আছে, তবে সেসব সমস্যা সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারব।’

বাংলাদেশে ভ্যাকসিন প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে জানিয়ে অধ্যাপক ডা. নাজমুল বলেন, ‘সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যে চুক্তি হয়েছিল— বাংলাদেশে টিকা প্রক্রিয়াজাত হবে সেই কাজ চলছে। তারা তিন মাসের মতো সময় চেয়েছিলেন। পুরো কাজ গুছিয়ে আনতে সময় লাগবে। আমরা আশা করছি, তাদের কাছ থেকে ইতিবাচক তথ্য পাব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ৩০ দিনে সংক্রমণের হার নিম্নমুখি। তবে সেটি ধরে রাখার জন্য সচেতনতার দরকার। গত চার দিনে শনাক্তের হার ১০ শতাংশের নিচে আছে। এ ধারা অব্যাহত থাকলে স্বস্তিতে থাকা যাবে। সংক্রমণের হার আরও কমে গেলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া আরও সহজ হবে।’

সারাবাংলা/এসবি/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর