Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবসেবায় শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত: বস্ত্র ও পাটমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৭

ঢাকা: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা অতীতের কোনো সরকারের আমলে হয়নি। মানবসেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় জনপ্রতিনিধিদের মা‌ঝে বৃ‌ক্ষের চারা এবং চাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও নগদ সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এ সব কাজ করে যাচ্ছেন।’

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী ব‌লেন, ‘বাংলাদেশের কোনো মানুষ এখন আর না খেয়ে থাকেন না। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আওয়ামী লীগ সরকার যে প‌রিমাণ ভাতা দি‌চ্ছে, অতীতে কোনো সরকার এত ভাতা দেয়নি।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়াসহ অনেকে।

সারাবাংলা/একে

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর