‘বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক দেশ বানিয়েছেন শেখ হাসিনা’
১১ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩১
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন।’
শনিবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের উন্নয়ন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়সহ সব স্তর হতে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে দূর করতে কঠোরভাবে চেষ্টা করছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায়, সব ধর্ম এবং মতামতের অধিকার প্রতিষ্ঠায় অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।’
বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘মূল আদর্শভিত্তিক সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তাঁর সারা জীবনের অসাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার স্বপ্নের বাস্তবায়ন করেছেন। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও মুছে দিতে পারেনি তাঁর অম্লান চেতনাকে। বঙ্গবন্ধুকে সশরীরে আর ফিরে পাইনি আমরা কিন্তু তাঁর যুগান্তকারী রাষ্ট্রদর্শন, প্রগতিশীল চিন্তাভাবনা আমাদের হৃদয়ের গভীরে প্রোথিত হয়ে আছে। যা আমাদের বারবার নাড়া দিয়ে যায়, আলোড়িত করে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জ্বল হয়ে থাকবে অনন্তকাল– এটা আমাদের দৃঢ় প্রত্যাশা।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের কথা দেশের মানুষের কাছে গিয়ে বলতে হবে। দেশটাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক আশা, অনেক স্বপ্ন। তাঁর স্বপ্নগুলোকে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’
মুড়াপাড়া শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির কমিটির সহসভাপতি সুমল সাহার সভাপতিত্বে ও মুড়াপাড়া শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির কমিটির প্রচার সম্পাদক সুব্রত চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, মহিলা লীগ নেত্রী লাভলী আক্তার ও রেহেনা বেগমসহ অনেকে।
সারাবাংলা/এমও