২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে
১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৯
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫১ জনের। এ নিয়ে দেশে মোট ২৬ হাজার ৯৩১ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে করোনা সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭১ জন। এ নিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।
রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) করোনায় মৃত্যু হয়েছিল ৪৮ জনের। একইদিন শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৩২৭ জন। শনিবার শনাক্তের হার ৭ দশমিক শূন্য তিন হলেও রোববার তা বেড়ে হয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার জন্য সারাদেশে ল্যাবরেটরির সংখ্যা ছিল ৮০২টি। এরমধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬০৭টি।
গত ২৪ ঘণ্টার তুলনায় দেশে করোনার নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার বেড়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) এই হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। শনিবার (১১ সেপ্টেম্বর) সেটি ৭ দশমিক শূন্য তিন শতাংশে আসে। রোববার সংক্রমণের হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় গড় শনাক্তের হার কমেছে।
শনিবার দেশে গড় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫৮ শতাংশ। রোববার তা কমে হয়েছে ১৬ দশমিক ৫৫ শনাক্ত। এদিকে আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার বেড়েছে। রোববার সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ, যা শনিবার ছিল ৯৬ দশমিক ৫১ শতাংশ।
তবে আগের দিনের তুলনায় মৃত্যুর হার অপরিবর্তিত রয়েছে। সংক্রমিত রোগীদের মধ্যে শনিবার মৃত্যুর হার ছিল ১ দশমিক ৭৬ শতাংশ। রোববারও এই হারে কোনো পরিবর্তন হয়নি।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ রয়েছেন ২২ জন, নারীর সংখ্যা ২৯ জন। শনিবারের তুলনায় রোববার করোনায় নারী রোগী মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত দেশে পুরুষ রোগী মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ৩৫৮ জন, নারী রোগী মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৫৭৩ জন। এ পর্যন্ত দেশে পুরুষ রোগী মৃত্যুর হার ৬৪ দশমিক ৪৫, মহিলা রোগী ৩৫ দশমিক ৫৫ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী রয়েছেন একজন, ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন দুইজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন সাতজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন ১৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৮ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী রয়েছেন ১২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী রয়েছেন একজন, ৯১ থেকে ১০০ বছর বয়সী রয়েছেন একজন।
বিভাগওয়ারী ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা ২৯ জন। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এরপরে চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে একজন, খুলনায় ৯ জন, সিলেটে ছয়জন, রংপুরে চারজন ও ময়মনসিংহে একজন করে রয়েছেন।
করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৩ জন ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৮ জন।
করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— গত ২৪ ঘণ্টায় কোয়ারেনটাইনে গেছেন ১ হাজার ৫৬৩ জন, কোয়ারেনটাইন থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৯ জন। এ ছাড়া আইসোলেশনে গেছেন ৫০২ জন, আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৯৪৩ জন।
সারাবাংলা/একে