Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-৩ আসনের নতুন এমপি হাবিবুর রহমানের শপথ

সারাবাংলা ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৭

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে সিলেট-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের হাবিবুর রহমান শপথ নিয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নির্বাচনে তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পান ২৪ হাজার ৭৫২ ভোট।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিন দিন পর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই আসনে উপনির্বাচনের জন্য প্রথমে ১৪ জুলাই তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পরে উপনির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৮ জুলাই।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উল্লেখ করে স্থানীয় সাত জন বাসিন্দা ও ছয় জন আইনজীবী এই নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছিলেন হাইকোর্টে। পরে ভোটগ্রহণের একদিন আগে (২৬ জুলাই) হাইকোর্ট উপনির্বাচনটি ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন

পরে ৫ আগস্ট রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বলেন, ১০ আগস্টের মধ্যে এই উপনির্বাচনের ভোট নেওয়া যাবে না। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৭ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনটি শেষ করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর উপনির্বাচনটির তারিখ ঘোষণা করেছিল ইসি। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

এমপির শপথ নৌকার প্রার্থী হাবিবুর রহমান শপথ সিলেট-৩ আসন সিলেট-৩ উপনির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর