পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা ২৪ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৩
ঢাকা: পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিয়োগ পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর শের-ই বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএমইডি’র আওতায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা ১২ এপ্রিল স্থগিত করা হয়েছিল।
প্রার্থীদের তালিকা আইএমইডি’র ওয়েবসাইটে (www.imed.gov.bd) দেওয়া আছে এবং তাদের বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে।
যে সকল বৈধ প্রার্থী যথাসময়ে প্রবেশপত্র পাননি তাদের জন্য আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর সকাল ১১.০০ টা থেকে দুপুর ২.০০ টার মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (ভবন-১১, কক্ষ নং-১০, পরিকল্পনা কমিশন চত্বর, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭) থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র ইস্যু করা হবে। ডুপ্লিকেট প্রবেশপত্রের জন্য প্রার্থীকে অবশ্যই আবেদন ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ২ কপি ছবি সঙ্গে আনতে হবে।
প্রার্থীকে অবশ্যই মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
সারাবাংলা/জেজে/একে