Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে পরিবহন ফি মওকুফ, স্নাতকোত্তরের ফি কমানোর সিদ্ধান্ত

কুবি করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:০০

কুমিল্লা: শিক্ষার্থীদের বিভিন্ন সময় আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন করোনাকালীন সময়ের জন্য পরিবহন ফি মওকুফ ও স্নাতকোত্তরের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

তবে এর আগেও গত জুন মাসে প্রশাসন পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছিল, তবে বিভাগগুলো কোনো চিঠি বা নোটিশ না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি, ফলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলে বিভাগগুলো শিক্ষার্থীদের সেমিস্টার ফি জমা দেওয়ার নোটিশ প্রদান করে। সেখানে সেমিস্টারের ফি’র সঙ্গে শিক্ষার্থীদের পরিবহন ফি দিতে হয়েছে।

বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রশাসন থেকে পরিবহন ফি মওকুফের ব্যাপারে কোনো চিঠি বা নোটিশ তারা পায়নি। তাই আগে থেকে যে ফি নির্ধারিত ছিল সেই ফি-ই জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে।

লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী এ এম নূর উদ্দীন হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভাগ থেকে পরীক্ষার ফি জমা দিতে নোটিশ দেওয়া হলে আমরা পূর্বের মতোই ব্যাংকে টাকা জমা দেই। কিন্তু পরে জানতে পারলাম ডিপার্টমেন্ট এসোসিয়েশন ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। অথচ নোটিশ দেওয়ার সময় বিভাগ থেকে আমাদের এই বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। শিক্ষার্থীদের সুবিধার্থে ফি মওকুফ করার সত্ত্বেও বিভাগ এবং প্রশাসনের মধ্যে সুষ্ঠু সমন্বয় না থাকায় এটা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পরিবহন ফি ১ হাজার টাকা মওকুফ করা হয়েছে। আর মাস্টার্সের ভর্তি ফি কমানো হয়েছে।

যারা পরিবহন ফি জমা দিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে কেমন সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে ট্রেজারার বলেন, যারা জমা দিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে এই টাকা পরেরবার সমন্বয় করা হবে। আমরা মিটিং করে সিদ্ধান্ত ফাইনাল করব তাদের ক্ষেত্রে।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর