Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনে আড়িপাতা বন্ধে রিটের আদেশ ১৯ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ২০:২১

ঢাকা: ফোনে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আদেশের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার (১২ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

এর আগে গত ৩১ আগস্ট আদালত রিটের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছিল। গত ১০ আগস্ট ফোনে আড়িপাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ২০টি ঘটনায় কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

ফোনে আড়িপাতা প্রতিরোধে আইন অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে গত ২২ জুন ১০ আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে আইনি নোটিশ পাঠান। নোটিশের জবাব না পেয়ে ওই ১০ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির গত ১০ আগস্ট সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

রিট আবেদনকারী ১০ আইনজীবী হলেন- মোস্তাফিজুর রহমান, রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, শাহ নাবিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, জি এম মুজাহিদুর রহমান, ইমরুল কায়েস ও একরামুল কবির।

সারাবাংলা/কেআইএফ/এনএস

ফোনে আড়িপাতা রিটের আদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর