রাজধানীর দক্ষিণ কমলাপুরে ছুরিকাঘাতে অজ্ঞাত (২৬) বছরের এক যুবক নিহত হয়েছেন। তিনি কমলাপুর এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। মতিঝিল থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার এসআই মো. মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন ওই যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত যুবক ওই এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। তার সাথে থাকা আরেক যুবক তাকে ছুরিকাঘাত করেছে। নিহতের শরীরের পেটে পিঠে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।