Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৪

ঢাকা: চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

সফরে স্বাগতিক টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে আসবে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর।

এরপর প্রথম টেস্ট  ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ২৬-৩০ নভেম্বর প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে ৪-৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৫ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ এসেছিল পাকিস্তান।

আরও পড়ুন 

সারাবাংলা /এসএসএ

পাকিস্তানের বাংলাদেশ সফর

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর