অক্টোবরের মাঝামাঝিতে চবি খোলার ‘তোড়জোড়’
১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৫২
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাস ভ্যাকসিনের ন্যূনতম এক ডোজ টিকা দেওয়ার শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে চবি খুলে দেওয়া হবে বলে জানানো সিদ্ধান্ত হয়েছে
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেটে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপ-উপাচার্য বেণু কুমার দে বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুলতে সরকারের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের ২৭ সেপ্টেম্বর মধ্যে ভ্যাকসিনের আওতায় আনতে চেষ্টা চলছে। যদি শিক্ষার্থীদের অন্তত এক ডোজ ভ্যাকসিন আওতায় আনতে পারি তাহলে ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এসেছেন। বাকিদের যদি আগামী মাসের ১৭ তারিখের মধ্যে অন্তত এক ডোজ টিকা দেওয়া সম্ভব হয় তাহলে আগামী মাসেই ক্যাম্পাস খুলে দেওয়া হবে।’
এর আগে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের শতভাগ ভ্যাকসিন নিশ্চিত করতে ৪৮ হাজার ভ্যাকসিনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভ্যাকসিন এলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে দেওয়া হবে বলেও জানানো হয়।
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধ করতে গত বছর ১৮ মার্চ থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে।
সারাবাংলা/সিসি/এমও