Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২১ ১০:২২

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: উপজেলা পরিষদের চেয়ার‌ম্যানদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মতো নিরাপত্তা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইনবোর্ড টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৭ সেপ্টেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আইনজীবী মহিউদ্দিন মো. আলামিন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান গত ১৫ জুন রিটটি দায়ের করেন। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের কয়েকটি বিধান যথাযথভাবে বাস্তবায়ন চেয়ে রিট দায়ের করা হয়।

আইনজীবী মহিউদ্দিন মো. আলামিন সাংবাদিকদের বলেন, চলতি বছরের ১৫ জুন পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান এ রিট দায়ের করেন। রিটে ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের কয়েকটি বিধান যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়।

তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যানরা জনপ্রতিনিধি হলেও তাদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা নেই। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনসারসহ অন্যান্য ব্যক্তিগত সুবিধা পান। আদালত ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে রুলসহ আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের অন্য একটি বেঞ্চ উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দফতরের কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে পরিচালনার জন্য ইউএনওদের প্রতি নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে এর আগে জারি করা পরিপত্র অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউএনওরা যাতে ওই পরিপত্র অনুসরণ করেন সেজন্য পৃথক আরেকটি পরিপত্র জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর