Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:২১

বরিশাল: নৌ পুলিশের অভিযানে বরিশালের মেহেন্দিগঞ্জে আনুমানিক ১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ আটক না হলেও ৪টি দোকানের ৫ জন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

নৌ-পুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

অভিযানের খবর পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকান থেকে এসব জাল জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সারাবাংলা/একে

কারেন্ট জাল বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর