Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৩

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে হাজি নুর উদ্দিন আহ‌মেদ উচ্চ বিদ্যাল‌য়ের নব‌নি‌র্মিত ৪ তলা ভবন উদ্বোধন করে‌ছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। শনিবার (১৮ সে‌প্টেম্বর) বিকা‌লে উপ‌জেলার বরপা এলাকায় সা‌ড়ে তিন কো‌টি টাকা ব্যয়ে নব‌নি‌র্মিত এ স্কুল ভবন উদ্বোধন করে‌ন মন্ত্রী।

প্রধান অতিথির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী। সভাপ‌তির বক্ত‌ব্যে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে দারিদ্র্যের হার কমেছে, শিক্ষার হার বেড়েছে। শহর থেকে গ্রাম অজপাড়া গাঁয়ের আনাচে-কানাচে রাস্তাঘাটসহ মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। দে‌শের এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে নতুন ভবন নির্মাণ হয়নি।’

এসময় উপ‌স্থিত ছি‌লেন- তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকা‌রিয়া, হাজী নুর উদ্দিন আহ‌মেদ উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, নব‌কিশলয় উচ্চ বিদ্যালয় অ্যান্ড গার্লস ক‌লে‌জের অধ্যক্ষ ন‌জিবর রহমান, ভুলতা স্কুল অ্যান্ড ক‌লে‌জের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, জনতা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোক্তার হো‌সেন, তারা‌বো পৌরসভা আওয়ামী লী‌গের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভুঁইয়াসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

নতুন ভবন উদ্বোধন বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর