Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি ইউনিভার্সিটিকে ৬২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২১ ১২:০১

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অমান্য করে আইন বিভাগে সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

আগামী ৬০ দিনের মধ্যে তিন কিস্তিতে সাড়ে ৬২ লাখ l টাকা বার কাউন্সিলের তহবিলে জমা দিতে বলা হয়েছে। সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ টাকা পরিশোধ করবে।

বার কাউন্সিল এ টাকা তাদের উন্নয়নমূলক কাজে ব্যয় করবে। টাকা পরিশোধ সাপেক্ষে ৩১০ শিক্ষার্থীর ইন্টিমেশন ফরম জমা নিয়ে তাদের রেজিস্ট্রেশন কার্ড দিতে বলা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ৩১০ শিক্ষার্থীর রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। তাকে সহযোগিতা করেন আবদুল্লাহ আল নোমান। বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম কফিল উদ্দিন।

আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান সিটি ইউনিভার্সিটির আইন বিভাগে ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি করায় অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইন্টিমেশন ফরম পূরণ জমা নেয়নি বার কাউন্সিল।

২০১৬ সালের আগে যারা ৫০ এর অধিক শিক্ষার্থী ভর্তি করেছে তাদের বার কাউন্সিল পরীক্ষায় অনুমতি দিতে আপিল বিভাগের একটি জাজমেন্ট ছিল। কিন্তু বার কাউন্সিল ৩১০ শিক্ষার্থীকে ইন্টিমেশন ফরম জমা দেওয়ার জন্য অনুমতি দেয়নি। এ কারণে সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের ছয়টি ব্যাচের ৩১০ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

রিটের শুনানি শেষে হাইকোর্ট ৬২ লাখ ৫০ হাজার টাকা বার কাউন্সিলকে দিতে বলেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ সিটি ইউনিভার্সিটি হাইকোর্টের জরিমানা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর