Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৩

ঢাকা: জাতীয় প্রেসক্লাবসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের সঙ্গে আমি একমত, ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে ঘটেছে। আমি জানতাম না, তথ্যমন্ত্রী বোধয় জানতেন না কিছু। আপনারা যখন আমাকে জানিয়েছেন আমি সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করেছি, তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছে। সেই চিঠির উৎপত্তি কোথায় সেটাও দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি চিঠিটা এভাবে দেওয়া উচিত হয়নি।’

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি আরেকটু দেখে নেই। কোথা থেকে কিভাবে কি হয়েছে দেখে ব্যবস্থা নেবো। অবশ্যই আপনাদের সুনাম ক্ষুন্ন হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। সেই জায়গাটায় কিছু করতে না পারলেও পরবর্তীতে এমনটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখব।’

আমি এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংক সবার সাথেই আলাপ করছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কাল রূপপুর যাচ্ছি, সেখান থেকে এসে আবার আমি বসব। যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেগুলো আমরা দেখব। এ মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সস্পূর্ণ একমত যে, চিঠিটা অপ্রত্যাশিত।’

বৈঠকে আওয়ামীপন্থী সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মুনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভুইয়া, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান তাপু সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

চিঠি অপ্রত্যাশিত ব্যাংক হিসাব তলব সাংবাদিক নেতা স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর