Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর সিটি মেয়রের মামলায় হাইকোর্টে সাংবাদিকের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২১ ২০:১৭

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: রংপুর সিটি মেয়রের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সময় টেলিভিশনের প্রতিবেদক রতন সরকারকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শাহীনুজ্জামান শাহীন ও লাবণী আক্তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৪ এপ্রিল রাতে রংপুরে সময় টেলিভিশনের প্রতিবেদক রতন সরকারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান।

মামলায় অভিযোগ করা হয়, রতন সরকার মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন সময়ে সিটি করপোরেশনকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেন। এক সাংবাদিক ও মেয়র মোস্তাফিজার রহমানকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে তাদের সম্মান ক্ষুন্ন করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমও

রংপুর সিটি মেয়র সাংবাদিকের জামিন হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর