Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতির প্রশংসা করায় জাফরুল্লাহর রিট শুনতে হাইকোর্টের অপারগতা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:০১

ঢাকা: গণস্বাস্থ্য মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের প্রশংসা করায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আদালতে এদিন ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ফখরুল ইসলাম।

ফখরুল ইসলাম জানান, আগে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ শিক্ষার্থীর ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়, ৫০ শিক্ষার্থীর বেশি ভর্তি করা যাবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। তখন মাত্র ১০ জন বাড়ানো হয়। অর্থাৎ ১১০ জনের জায়গায় ৬০ জনকে ভর্তির অনুমতি দেওয়া হয়।

ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করি। আজ (মঙ্গলবার) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে রিট মামলাটি শুনানির জন্য ওঠে।

তখন আদালত বলেন, ‘যেহেতু জাফরুল্লাহ চৌধুরী সাহেব আমাদের বেঞ্চের প্রশংসা করেছেন। তাই এ রিট মামলা অন্য বেঞ্চে হওয়াই ভালো। যদি আমাদের বেঞ্চ থেকে একটি অর্ডার হয়, তাহলে অন্য কেউ বিরূপ মন্তব্য করতে পারেন। তাই আপনারা রিটটি অন্য বেঞ্চে শুনানি করেন।’

এর আগে, গত ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সমালোচনা করেন। পাশাপাশি হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের প্রশংসা করেন বলেও জানা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

গণস্বাস্থ্য মেডিকেল জাফরুল্লাহর রিট বিচারপতির প্রশংসা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর