Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভরাডুবি এড়াতে নির্বাচন থেকে সরে গেছে বিএনপি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৫

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: ভরাডুবি এড়াতে বিএনপি নির্বাচন থেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে সরকার সকল ধরনের সহযোগিতা করে আসছে। পরবর্তী ধাপের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন আরও কার্যকর এবং কঠোর পদক্ষেপ নেবেন বলে আশা করি।

এ সময় বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক-বাহক ও রক্ষক,তারাই গণতন্ত্রের সোল এজেন্ট।
বিএনপি নিজেদের দ্বারা গণতন্ত্র হত্যার অতীত ভুলে গেছে। এখন তারা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করছে। মুখে জনগণের অধিকার ও গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির স্পষ্ট দ্বিচারিতা।

তিনি আরও বলেন, যে দলের মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যান না, অথচ জনগণের অধিকারের কথা বলেন। এ থেকে বুঝা যায় তাদের কথা ও কাজে কোনো মিল নেই। বিএনপি দ্বৈত নীতির চর্চা করে- এ কারণে তাদের প্রার্থীদের ওপর ভোটারদের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিএনপি এসব বুঝতে পেরেই ভরাডুবি এড়াতে নির্বাচন থেকে দুরে সরে গেছে, যা প্রকারন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের বিষয়টি সাংবাদিক মহলে যে ক্ষোভের সৃষ্টি করেছে তা স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী কথা বলেছেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বিষয়টি দেখবেন বলে আশা করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বসী। করোনাকালে বা অন্যান্য সময়ে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্মীদের সুখে-দুঃখে শেখ হাসিনা সবসময় পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর