Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মণ্ডপে দুর্বৃত্তের হামলা, প্রতিমা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২১ ১৩:০১

কুষ্টিয়া: শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পুজা মণ্ডপে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মণ্ডপ কমিটির লোকজন বুধবার সকাল সাতটার দিকে এ দৃশ্য দেখতে পান। এ ঘটনায় সনাতন ধর্ম্বাবলম্বীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, বাঙালি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ওই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। মঙ্গলবার রাত তিনটার পর কমিটির লোকজন বাড়ি চলে যান। এরপরই এই ঘটনা ঘটে।

সরেজমিনে মণ্ডপে গিয়ে দেখা যায়, দুর্গা, লক্ষ্মী, কার্তিক ও অসুর প্রতিমার মাথা সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও স্বরস্বতীসহ অন্যান্য প্রতিমাগুলোরও ক্ষতি সাধন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে এ উৎসব শুরু হওয়ার কথা।

এভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার সচেতন মহলও এর প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় এক পৌর কাউন্সিলরের সঙ্গে এলাকার একটি গোষ্ঠীর দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন জেলা পুজা উদযাপন পরিষদের নেতারা।

কুষ্টিয়া মডেল থানা, সিআইডি ও পিবিআই এর পুলিশ সদস্যরা মণ্ডপ পরিদর্শন করেছেন। তারা পৃথক পৃথক তদন্ত করছেন। দায়ীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার।

সারাবাংলা/এএম

কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুর টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর