Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের সহায়তায় ১৮ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ১১:২৫

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আওতায় রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে বাইডেন প্রশাসন। খবর আলজাজিরা।

দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানায়, ২০১৭ সালের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রোহিঙ্গাদের জন্যএ সহায়তা ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

রোহিঙ্গাদের শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগ মোকাবিলা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ নানা মানবিক কাজে এই অর্থ ব্যয় করা হয়েছে বলেও উল্লেখ করেন নেড প্রাইস।

সারাবাংলা/এনএস

১৮ কোটি ডলার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর