Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক মামলায় মডেল মৌ’র আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৪

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক আইনে দায়ের করা মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে এক বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২২ সেপ্টেম্বর) এই আদেশ দেন। তবে তার জামিন পাওয়ার বিষয়টি আজ জানা গেছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মৌকে এক বছরের অন্তবর্তীকালীন জামিন দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর।

গত ১ আগস্ট মৌ আক্তারের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ মূলত একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মডেলিংয়ের নামে তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন।

এরপর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তিন দফায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ১৩ আগস্ট মডেল মরিয়ম আক্তার মৌয়ের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। নিম্ন আদালতে একাধিক বার জামিন আবেদন খারিজের পর মডেল মৌ হাইকোর্টে আবেদন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন মডেল মৌ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর