রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৬
ঢাকা: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের বাস্তব ও আর্থিক অগ্রগতি, অধিগ্রহণ করা বর্তমান ভূমির মাস্টারপ্ল্যান, প্রকল্পের অগ্রাধিকারভুক্ত পূর্তকাজগুলো শুরু করার বিষয়ে সম্ভাব্য রূপরেখা তৈরিসহ কারিগরি বৈদেশিক শিক্ষাসফরের সম্ভাব্য সময় নির্ধারণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকারসহ শিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা ও প্রকৌশল অধিদফতর এবং রাবিপ্রবি’র সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভার সদস্যরা একমত পোষণ করেন।
সারাবাংলা/টিএস/টিআর
বাস্তবায়ন কমিটির সভা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়