Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিযোগিতায় সাফল্য, সিটি কলেজের ইনোভেশন টিমকে সংবর্ধনা

সারাবাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১ ২১:১২

চট্টগ্রাম ব্যুরো: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর আয়োজিত জাতীয় পর্যায়ে ইনোভেশন আইডিয়া-২০২০ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ। এ জন্য রোববার (২৬ সেপ্টেম্বর) কলেজের ইনোভেশন টিমকে শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ অধ্যাপক ড. সুদীপা দত্তের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. মেহেদী হাছান, শিক্ষক ক্লাব সম্পাদক এ কে এম ইফতেখারুল আলম চৌধুরী, শিক্ষক পরিষদের বিদায়ী সম্পাদক আহম্মদ ছোবহান, শিক্ষক ক্লাবের বিদায়ী সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর ও আবদুর রউফ।

বিজ্ঞাপন

ইনোভেশন টিমের আহ্বায়ক আমিরুল মোস্তফা এবং সদস্য মোহাম্মদ আকরাম হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, আবদুল মান্নান ও এ কে এম ইফতেখারুল আলম চৌধুরীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম সিটি কলেজ টিম ইনোভেশন সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর