Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার জন্মদিন বাঙালি জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:১৬

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার। তি‌নি দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আমূল পরিবর্তন এনেছেন। প্রতিটি সেক্টরে লাগিয়েছেন উন্নয়নের ছোঁয়া। সৎ ও কর্মঠের তালিকায় বিশ্বের সেরা তিনে স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুকন্যা শুধু নিজেকেই নয়, বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি উন্নয়নের কাণ্ডারি। বাঙালির বিশ্বজয়ের স্বপ্নসারথি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার তারা‌বো বাজার এলাকায় তারা‌বো পৌরসভা আওয়ামীলী‌গ ও সহ‌যোগী অঙ্গসংগঠ‌নের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহ‌ফি‌লে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনিই বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং বাঙালি জাতির সব আশা-ভরসার নিরাপদ আশ্রয়স্থল। ১৯৭৫ পরবর্তী বাঙালি জাতির যা কিছু মহান অর্জন তা শেখ হাসিনার নেতৃত্বেই অর্জিত হয়েছে। তাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন আজ গোটা বাঙালি জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন।

‌তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আর্শীবাদ। তিনি যোগ্য পিতার যোগ্য কন্যা। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উৎরাই। কারাভোগ করেছেন, একাধিকবার গৃহবন্দী ছিলেন। চার বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি বাংলাদেশের প্রত্যেকটা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। তার নেতৃত্বে বিদ্যুতের উন্নয়ন,পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এক রাতে শেখ হাসিনা সবকিছু হারিয়েছেন। তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে জনগণের দোয়ায় শেখ হাসিনা বেঁচে আছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে। উনার জন্ম তারিখ ঠিক নাই। উনার স্বামী জিয়াউর রহমান একজন খুনি। তাদের ছেলে তারেক রহমান একজন দুর্নীতিবাজ শীর্ষ সন্ত্রাসী।

পাপ্পা গাজী বলেন, আওয়ামী লীগে হাইব্রিডদের স্থান নেই। নেত্রীর জন্মদিনে হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার শপথ নিতে হবে। নেত্রী সবসময় দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে যাচ্ছেন। আমরাও তার নির্দেশ পালন করব।

তারাবো পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহেরসহ স্থান‌ীয় আওয়ামী লীগ ও সহ‌যোগী অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা। অনুষ্ঠা‌নে কেক কে‌টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়।

অপর‌দি‌কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভব‌নে আলোচনা সভার আয়োজন ক‌রে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হি‌সে‌বে যোগ দেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এসময় উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুমসহ অনেকে। অনুষ্ঠা‌নে কেক কে‌টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়।

সারাবাংলা/এসএসএ

গাজী গোলাম মর্তুজা পাপ্পা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর