Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপালী ব্যাংকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:১২

ঢাকা: ভুয়া ডকুমেন্টস তৈরি করে রূপালী ব্যাংক থেকে সাড়ে ৭৩ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশন মামলার অনুমোদন দেয় বলে দুদক সূত্রে জানা গেছে। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করবেন।

মামলার আসামিরা হলেন- রূপালী ব্যাংকের সাতক্ষীরার বুধহাটা বাজার শাখার সাবেক ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার (সাময়িক বরখাস্ত) গোলাম মোস্তফা এবং সাতক্ষীরা কপোরেট শাখার অফিসার শেখ আরিফুর রহমান।

দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জালজালিয়াতির মাধ্যমে সাতক্ষীরার ১৫ জন গ্রাহকের নামে ৭৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ মঞ্জুর করেন। ওই ঋণের টাকা বিভিন্ন গ্রাহকের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করে ঋণের সব অর্থ উত্তোলন এবং আত্মসাৎ করা হয়েছে। যদিও অভিযোগ উত্থাপিত হওয়ার পর আত্মসাৎ করা টাকার মধ্যে সুদাসল বাবদ ৪৩ লাখ ৯২ হাজার ৭৫৫ টাকা ব্যাংকে জমা দেন তারা। বাকি টাকা এখনও পাওনা রয়েছে। ২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১২ ডিসেম্বরের মধ্যে আত্মসাতের ঘটনাটি ঘটে।

সারাবাংলা/এসজে/পিটিএম

অনুমোদন টপ নিউজ দুদক মামলা রূপালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর