ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম দুদিন চলবে চবি শাটল
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৪
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতেই অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগের ভর্তি পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। এজন্য একটি ট্রেন চালুর (শাটল ট্রেন) সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার প্রথম দুইদিন শুক্রবার (১ অক্টোবর) ও শনিবার (২ অক্টোবর) পরীক্ষার্থীদের জন্য একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি নগরের চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাবে। বেলা ১টা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস থেকে ফিরে আসবে বলে জানা গেছে।
এ বিষয়ে অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রথম দু’দিন পরীক্ষায় একটি ট্রেন চলাচল করবে। অন্য পরীক্ষার সময় ট্রেন চলবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
সারাবাংলা/এনএস