Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ভর্তি পরীক্ষায় খোলা থাকবে চবির ৩ হল

চবি করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৯

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিনটি হল খোলা থাকবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে। চবি কেন্দ্রে আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য আগামী শুক্রবার (১ অক্টোবর) ও শনিবার (২ অক্টোবর) জননেত্রী শেখ হাসিনা হল, প্রীতিলতা হল ও শামসুন নাহার হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি

শুক্রবার (১ অক্টোবর) ক ইউনিট।
শনিবার (২ অক্টোবর) খ ইউনিটে।
শনিবার (৯ অক্টোবর) চ ইউনিট।
শুক্রবার (২২ অক্টোবর) গ ইউনিট।
শনিবার (২৩ অক্টোবর) ঘ ইউনিট।

ঢাবির ক ইউনিটে পরীক্ষা দেবেন ১১ হাজার ২১৭ জন, খ ইউনিটের ২ হাজার ৮৫২ জন, চ ইউনিটে পরীক্ষা দেবেন ৯৪৩ জন, গ ইউনিটে ৩ হাজার ৫৫৯ জন ও ঘ ইউনিটে ৯ হাজার ৮৯৮ জন।

সারাবাংলা/সিসি/পিটিএম

চবির হল ঢাবির ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর