টাটা গোষ্ঠীর হাতে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার মালিকানা
১ অক্টোবর ২০২১ ১৩:৫৯
ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে টাটা শিল্পগোষ্ঠীর হাতে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সূত্রে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, টাটা সন্সের দেওয়া দরপত্রটি গ্রহণ করেছে সরকার।
এর ফলে ঋণের চাপে ধুকতে থাকা এয়ার ইন্ডিয়ার ৮৪ শতাংশ মালিকানা চলে যাবে টাটা গ্রুপের হাতে। এয়ার ইন্ডিয়ার মোট ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি রুপি। ঋণের দায় থেকে রক্ষা পেতে বেসরকারি সংস্থার হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের।
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এয়ার এন্ডিয়ার মালিকানা পেতে স্পাইস জেটের পক্ষ থেকেও দরপত্র জমা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, ভারত স্বাধীনের আগে দেশটিতে প্রথম বিমান সংস্থার যাত্রা টাটা গোষ্ঠীর হাত ধরেই। পরে টাটা এয়ারলাইন্সের নাম বদল করে রাখা হয়েছিল এয়ার ইন্ডিয়া।
সারাবাংলা/আইই