রাজীবের দুর্ঘটনায় দুই বাসের চালক গ্রেফতার
৪ এপ্রিল ২০১৮ ১৮:২০ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৭:৫৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কাওরান বাজারে দুই বাসের চাপায় কলেজ ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্নের ঘটনায় ওই দুই বাসের চালকদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বিআরটিসি বাসের ড্রাইভার ওয়াহিদ ও স্বজন বাসের ড্রাইভার মো. খোরশেদ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী সারাবাংলাকে জানান, এই ঘটনায় ওই দুই বাস চালককে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
রাজীব হোসেন সরকারি তিতুমীর কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে স্বজন বাস ও বিআরটিসির বাসের পাল্লাপাল্লিতে মাঝে পড়ে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যায়।
সারাবাংলা/এসআর/এমএস