ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মো. আতিকুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে।
শনিবার (২ অক্টোবর) দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন ডিএনসিসি মেয়র।
আতিকুল ইসলাম বলেন, ‘চিন্তা চেতনা ও শিক্ষায় অগ্রগামী ছাত্ররাই দেশ ও জাতির সেরা সম্পদ। তাদের কৃতকর্মের সফলতার উপরই জাতির ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভরশীল।’
তিনি বলেন, ‘জ্ঞানার্জনের পাশাপাশি সমাজসেবামূলক দায়িত্ব পালন এবং দুর্যোগ-দুর্বিপাকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য।’
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষা করে শিক্ষা অর্জন করতে হবে এবং নিজের ও পরিবারের প্রতি দায়িত্ববান হতে হবে বলেও মন্তব্য করেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, ‘সুস্থতার জন্য সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দখল ও দূষণসহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দখল ও দূষণমুক্ত সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।’
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান আতিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মেজবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সেস-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লিয়াকত আলী বক্তৃতা করেন।