Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে প্লটের দলিল হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৬:১২

ঢাকা: পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে পদ্মাসেতু প্রকল্পের মাওয়া প্রান্তে রেজিস্ট্রেশন সম্পন্ন ৮২৩টি প্লটের মধ্যে ২০টি দলিল হস্তান্তর করেন মন্ত্রী।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মাসেতু প্রকল্পের উভয় পারে মোট ৭টি পুনর্বাসন সাইটে ৩ হাজার ১১টি আবাসিক প্লট, ১০০টি বাণিজ্যিক প্লট এবং ২০টি বাণিজ্যিক স্পেস রয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৮ ভাগ। মূলসেতুর অগ্রগতি শতকরা প্রায় ৯৫ ভাগ এবং নদী শাসনের মোট অগ্রগতি ৮৫ দশমিক দুই পাঁচ ভাগ।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং পদ্মাসেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন।

সারাবাংলা/এনআর/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর