Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাইরে প্রথম যশোরে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৬:১৬

যশোর: ঢাকার বাইরে প্রথম যশোরে পারসোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ অক্টোবর) দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাসপোর্ট অধিদতর কারও বদনামের ভাগ নেবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট প্রিন্ট হবে। যার ফলে খুলনা বিভাগের দশ জেলার ই-পাসপোর্ট স্বল্পতম সময়ে গ্রাহকদের কাছে পৌছে দেওয়া সম্ভব হবে। এছাড়া এটি ঢাকার পারসোনালাইজেশন সেন্টারের ব্যাকআপ হিসাবে কাজ করবে।

বিজ্ঞাপন

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানের সভাপতিত্তে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় জোয়ারদার, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এসময় অনুষ্ঠান থেকে পাঁচ জন গ্রাহকের হাতে ই-পাসপোর্ট তুলে দেন অতিথিরা।

সারাবাংলা/এসএসএ

ই-পাসপোর্ট কার্যক্রম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর