Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেবাচিমে করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু, বেড়েছে রোগীর সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৬:২৮

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে।

এর আগে গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন ও শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রোববার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪০ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ৮ দশমিক শূন্য চার ভাগ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৪ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩৯৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২৫ জনের করোনা পজিটিভ ছিল।

গত বছর ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ২৪৬ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ২ হাজার ৩৩৯ জনের করোনা পজিটিভ ছিল বলে পরিচালক কার্যালয় সূত্র নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএসএ

শেবাচিম করোনা ওয়ার্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর