২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ
৪ অক্টোবর ২০২১ ১৮:১৮
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯৪ জনের শরীরের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৬১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও করোনা সংক্রমণে ১৮ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ের ব্যবধানে অবশ্য নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কিছুটা বেড়েছে। আগের দিন সংক্রমণ শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ থাকলেও গত ২৪ ঘণ্টায় সেটি বেড়ে ৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮২১টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এই সময়ে এসব ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ২৩৬টি। আর নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯২৮টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হলো ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ৭৯৪টিতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ দাঁড়াল ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।
একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জনে। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা যাওয়া ১৮ জনসহ দেশে করোনায় মৃত্যু দাঁড়াল ২৭ হাজার ৫৯১ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৮ জন, ১০ জন নারী। এই ১৮ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত ১৮ জনের মধ্যে ৫ জন করে মারা গেছেন ৪১ থেকে ৫০, ৬১ থেকে ৭০ এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী, ২ জন মারা গেছেন ৫১ থেকে ৬০ বছর বয়সী, একজন মারা গেছেন ৩১ থেকে ৪০ বছর বয়সী। এই সময়ে ১০ বছরের কম বয়সী এবং ১১ থেকে ৩০ বছর পর্যন্ত ও ৮১ থেকে ১০০ বছর বয়সী কেউ মারা যায়নি।
এই ১৮ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, একজন করে মারা গেছেন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের এবং ৩ জন মারা গেছেন সিলেট বিভাগের। এদিন রংপুর ও ময়মনসিংহ বিভাগের কেউ করোনায় মারা যায়নি।
সারাবাংলা/এসএসএ