Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের তাইওয়ানের আকাশসীমায় চীনের ৫৬টি বিমান

আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর ২০২১ ১০:৩৫

চীনের যুদ্ধবিমান, ছবি: আলজাজিরা

ফের চীনের ৫৬টি যুদ্ধবিমান নিজ সীমানার কাছ দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে তাইওয়ান। এ ঘটনা এ সপ্তাহে তৃতীয়বারের মতো ঘটল। আর দেশটির আকাশ সীমায় এটিই চীনের সবোর্চ্চসংখ্যক বিমান পরিচালনার ঘটনা। গত তিন দিনে স্বায়ত্তশাসিত এই দ্বীপটির আকাশে চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনাকে সামরিক নির্যাতন হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবর আলজাজিরা।

গতকাল সোমবার (৪ অক্টোবর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৪টি জে-১৬ ফাইটার জেট, ১২টি এইচ-৬ বোমারু বিমান এবং অন্যান্যসহ মোট ৫২টি যুদ্ধবিমান দেশটির আকাশ সীমার কাছ দিয়ে উড়ে যায়। পরে চীনের আরও চারটি জে-১এস বিমান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের পাশ দিয়ে উড়ে যায়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় আরও জানায়, এ সময় তাইওয়ানের বিমান বাহিনী দ্রুত তা প্রতিরোধ করে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চীনের বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে।

আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও তাইওয়ানের আকাশে চীনের ৩৯ বিমান

তাইওয়ানের প্রতিরক্ষা জোনে চীনের ৩৮ বিমান

এদিকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল সোমবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, ‘তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে চীন, এ বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যদিও এই মুহূর্তে হুমকি আসন্ন নয়।

এর আগে গত শনিবার (২ অক্টোবর) চীনের ৩৯টি যুদ্ধবিমান তাইওয়ানের প্রতিরক্ষা জোনের ওপর দিয়ে উড়ে যায়। এরও আগের দিন শুক্রবার ৩৮টি যুদ্ধবিমান দেশটির প্রতিরক্ষা জোনে প্রবেশ করেছে বলে দাবি করে তাইওয়ান।

তবে তাইওয়ানের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দেশটি কোনো মন্তব্য করেনি চীন। তবে এর আগে বলা হয়েছিল, চীনের স্বাধীনতা রক্ষা এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের ঐক্যের জন্য এই ধরনের বিমান মহড়া পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

মূলত গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে চীন, কিন্তু তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। দেশটি এক বছরেরও বেশি সময় ধরে চীনের বিমান বাহিনীর বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

সারাবাংলা/এনএস

৫৬টি যুদ্ধবিমান চীন তাইওয়ান

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর