Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রেঞ্চ ক্যাথলিক চার্চে ৭০ বছরে ২১৬০০ শিশু যৌন নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর ২০২১ ১৫:৫০ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৭:৪৫

ঢাকা: ফ্রেঞ্চ ক্যাথলিক চার্চের যাজক ও উচ্চপদস্থ ধর্মীয় কর্মকর্তারা ৭০ বছরে ২ লাখ ১৬ হাজার শিশুকে যৌন নির্যাতন করেছেন। চার্চের যৌন নির্যাতন কেলেঙ্কারি তদন্তে গঠিত স্বাধীন কমিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিসির খবর।

গত কয়েক বছর ধরে ফ্রেঞ্চ ক্যাথলিক চার্চে একের পর এক যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে। এসব কেলেঙ্কারির ঘটনা তদন্ত করছে ওই কমিশন। প্রায় আড়াই বছর ধরে চলা এ তদন্ত প্রতিবেদন মঙ্গলবার (৫ অক্টোবর) প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার তদন্ত কমিশনের প্রধান জেন মার্ক সুয়াভে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। তিনি বলেন, যাজক বা উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া চার্চের সাধারণ সদস্যদের দ্বারা সংঘটিত যৌন নিপীড়নের ঘটনা অন্তর্ভুক্ত করলে সংখ্যাটি ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যাবে। সুয়াভে বলেন, চলতি শতকের শুরুর দিকে ভুক্তভোগীদের প্রতি নিষ্ঠুর উদাসীনতা দেখিয়েছিল ফ্রেঞ্চ ক্যাথলিক চার্চ।

৭০ বছরে কমিশন মোট ১ লাখ ১৫ হাজার যাজক ও অন্যান্য পুরোহিতদের মধ্যে কমপক্ষে দুই হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ জনের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের প্রমাণ পেয়েছে। প্রায় ২৫০০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক ভুক্তভোগী বিভিন্ন সামাজিক স্তরের প্রাক-কিশোর বয়সের ছেলে শিশু।

প্রতিবেদনে বলা হয়, পরিবার এবং বন্ধুদের বৃত্তের পর ক্যাথলিক চার্চের পরিবেশে যৌন সহিংসতার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।
কমিশনের তদন্তে উঠে আসা বেশিরভাগ ঘটনা অবশ্য বেশ পুরনো, ফলে ফ্রান্সের আইনে এখন বিচার করা কঠিন।

২০১৩ সালে ক্যাথলিক পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর পোপ ফ্রান্সিস যাজকদের দ্বারা শিশুদের উপর যৌন নির্যাতন নির্মূলের লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপ নেন। ২০১৯ সালে পোপ একটি যুগান্তকারী ফরমান জারি করেন। এতে বিশপদের বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ করার সুযোগ তৈরি হয়। এছাড়া চার্চের যে কারো বিরুদ্ধে ভ্যাটিকান কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানানোরও সুযোগ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত জুনে পোপ ফ্রান্সিস বলেছিলেন, ক্যাথলিক চার্চের যৌন নির্যাতনের সংকট বিশ্বব্যাপী এক ‘বিপর্যয়’।

সারাবাংলা/আইই

পেডোফাইল ফ্রেঞ্চ ক্যাথলিক চার্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর