Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সিঙ্গাপুরে ‘বিতর্কিত’ আইন

আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর ২০২১ ১৯:০৪

ইলাস্ট্রেশন: স্বরাজ্য

সিঙ্গাপুরের পার্লামেন্টে ১০ ঘণ্টার উত্তপ্ত আলোচনা শেষে বিতর্কিত ফরেন ইন্টারফেরেন্স কাউন্টারমিজার্স অ্যাক্ট (ফিকা) আইন পাস হয়েছে।

নতুন এই আইনের অধীনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট প্রোভাইডাররা ব্যবহারকারীদের তথ্য সরকারকে দিতে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কন্টেন্টগুলো ব্লক করে দিতে বাধ্য থাকবে।

একইসঙ্গে, বিদেশিদের মদতে সিঙ্গাপুরের স্থানীয় প্রক্সি থেকে যদি গুজব ছড়ানো হয় তাহলেও সরকার তা বন্ধ করে দিতে পারবে।

এর বাইরেও, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত নথি সরকার চাইলেই তলব করতে পারবে।

সিঙ্গাপুরের সরকারি কর্তৃপক্ষ বলছে বড় ধরনের হুমকি মোকাবিলায় এ আইনের প্রয়োজন ছিল।

নতুন এই আইনের ব্যাপারে উদ্বেগ জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচ এশিয়া অঞ্চলের উপ পরিচালক ফিল রবার্টসন বিবিসিকে বলেছেন, মানবাধিকার এবং সামাজিক আন্দোলনের কর্মী; স্বাধীন গণমাধ্যম এবং বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের শায়েস্তা করতে এই আইন ব্যবহারের আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/একেএম

টপ নিউজ ফরেন ইন্টারফেরেন্স কাউন্টারমিজার্স অ্যাক্ট (ফিকা) সিঙ্গাপুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর