Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হতে যাচ্ছে সংবাদ প্রচার করা আইপি টিভির কার্যক্রম

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৬:৫০

ফাইল ছবি: ড. হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ঢাকা: সম্প্রচার নীতিমালা অনুযায়ী অনুযায়ী কোনো আইপি টিভির সংবাদ প্রচারের নিয়ম নেই। এই নিয়মের বাইরে গিয়ে যেসকল আইপি টিভি সংবাদ প্রচার করে, সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ বিষয়ে কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় যে সম্প্রচার নীতিমালা পাস হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। আমরা খুব সহসা (শীঘ্রই) যে সমস্ত আইপিটিভি সংবাদ প্রচার করে, সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব।’

বিজ্ঞাপন

আইপি টিভি একটি বড় বাস্তবতা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটি সারা পৃথিবীর বাস্তবতা, নিউ মিডিয়া। এটিকে বন্ধ করা সমীচীন নয়। তবে ব্যাঙ্গের ছাতার মতো আইপি টিভি, এটা হতে পারে না। এজন্য আমরা আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়াও শুরু করেছি। তিনি বলেন, কিছু আইপি টিভি আছে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়, ভিন্ন স্বার্থে পরিচালিত হয় এবং নানা অপকর্মের সাথে যুক্ত হয় ও নিজেরাই টেলিভিশন বলে প্রচার করতে থাকে।’

তবে আইপি টিভি হিসেবে সত্যিকার অর্থেই কাজ করতে চায় বা করে তাদের নিবন্ধন দেওয়া হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমরা ভাবছি, যখন কোনো অনুষ্ঠান বা সংবাদ সম্মেলন হবে তখন কোনটা আইপি টিভি ও কোনটা টিভি (স্যাটেলাইট) সেটা যেন বুঝা যায়। এখানেও একটি শৃঙ্খলা আনতে হবে, যাতে একই ধরনের বুম যেন ব্যবহার করতে না পারে অথবা সেখানে লেখা থাকে, আইপি টিভি, না হলে বুঝা যাবে না।’

বিজ্ঞাপন

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, বিএসআরএফের সহ-সভাপতি মোতাহার হোসেন।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর