৭ মাস পর দলীয় কার্যালয়ে রিজভী
৬ অক্টোবর ২০২১ ১৭:০০
ঢাকা: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘ প্রায় সাত মাস পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ফিরেছেন। বুধবার (৬ অক্টোবর) তিনি দলীয় কার্যালয়ে দাফতরিক কাজ করছেন।
এর আগে, সর্বশেষ ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন রিজভী। ওইদন তার করোনা পজিটিভ রিপোর্ট এলে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়। এরপর করোনামুক্ত হয়ে গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকের কঠোর নির্দেশনা মেনে চলেন রিজভী। বাসায় বসেই তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন তিনি দলীয় কার্যালয়ে আসেননি। তার অবর্তমানে দলের দাফতরিক দায়িত্ব পালন করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সারাবাংলা/এজেড/পিটিএম