Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন


৫ এপ্রিল ২০১৮ ১১:২১ | আপডেট: ৫ এপ্রিল ২০১৮ ১১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।   

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক যুবককে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. মাসুদ (৩৫)।

বুধবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে রানা এন্টারপ্রাইজ নামে একটি ডিমের আড়তে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন মাসুদ ।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান সারাবাংলাকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিএনজি অটোরিকশায় করে তিনজন এসে মাসুদকে আড়ত থেকে বের করে। এরপর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছুরিকাঘাতে তাকে মারাত্মক জখম করে।

বিজ্ঞাপন

আহত মাসুদকে স্থানীয়রা রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন সারাবাংলাকে বলেন, দুর্বৃত্তরা আকস্মিক এসে ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়। তাদের কাউকে শনাক্ত করা যায়নি। কি কারণে এই হত্যাকাণ্ড সেটাও জানা যায়নি।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর