Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারদীয় দুর্গোৎসব: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ২১:০০

পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সম্পর্কিত সভায় আইজিপি।

ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি বুধবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সম্পর্কিত সভায় তিনি এ নির্দেশনার কথা বলেন। এসময় সারাদেশের পুলিশের শীর্ষ কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন গুজব ছড়াতে না পারে সেদিকে পুলিশকে সতর্ক থাকতে বলেন আইজিপি।

তিনি বলেন, স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা বিধান করতে হবে।

পূজা চলাকালীন অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে তাই প্রতি বছরই পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে।

সভায় অংশ নেওয়া পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, এ বছর দেশে ৩১ হাজার ১৩৭টি পূজামণ্ডপে আগামী ১১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। ১৫ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।

সারাবাংলা/ইউজে/একেএম

আইজিপি শারদীয় দুর্গাপূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর