নারায়ণগঞ্জ: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
শুক্রবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার ইছাপুরা এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে এ শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এসময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সংগ্রাম চন্দ্র রানা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।