যমুনা নদীতে ইলিশ শিকারের চেষ্টা, ৫৬ জনের জেল-জরিমানা
১৩ অক্টোবর ২০২১ ১৫:৫২
মানিকগঞ্জ: জেলায় যমুনা নদীতে ইলিশ শিকারের চেষ্টা এবং ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার দায়ে ৫৬ জনকে আটক করে জেল ও জরিমানা করেছে শিবালয় উপজেলা প্রশাসন। বুধবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা এই সাজা দেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত থেকে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ সহযোগিতা করে। অভিযান চলাকালে ৫৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আজ (বুধবার) সকালে আটক ৫৬ জন জেলের মধ্যে ৬ জনকে ১৫ দিন করে ও একজনকে এক মাস কারাদণ্ড দেন আদালত। আর বাকি ৪৯ জনকে ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযানের সময় উদ্ধার করা ৮০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শিবালয় উপজেলার ইউএনও জেসমিন সুলতানা বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
সারাবাংলা/এনএস