Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১২:৫১

বিজিবি, ফাইল ছবি

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ইতোমধ্যে ১৮টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আক্টোবর) বিজিবি’র পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান সংবাদমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফয়জুর রহমান বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।

ইতোমধ্যে কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জসহ দেশের ১৮টি জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান।

সারাবাংলা/ইউজে/এনএস

দুর্গাপূজা বার্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর